
কুখ্যাত সাবেক ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) প্রধান হারুন সম্প্রতি একটি ফোনকল রেকর্ডে বিস্ফোরক মন্তব্য করেছেন। ওই রেকর্ডে তিনি সরাসরি সমালোচনা করেন আওয়ামী লীগ ও শেখ পরিবারের ঘনিষ্ঠ সদস্য শেখ হেলালকে।
হারুন অভিযোগ করেন, শেখ হেলালের ছেলে এবং সাবেক আওয়ামী লীগ এমপি শেখ তন্ময় গাঁজা ও মদ সেবন করেন। এসময় সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক সম্পর্কে উচ্চস্বরে মন্তব্য করেন একজন যার নাম ইকবাল আহমেদ।
ইকবাল আহমেদ দুই হাজার কোটি টাকা ঋণ খেলাপি করে ঢাকায় ‘হলিডে ইন’ নামের একটি হোটেল প্রতিষ্ঠা করেছেন এবং বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন।
এছাড়া হারুন আরও বলেন, ফজলে নূর তাপস বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং পরশ রয়েছেন কানাডায়।
তথ্যসূত্রঃhttps://www.youtube.com/live/omjNvCGqSDM?si=RHKYZ_1N0WFuuPIL