
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান মাস্টার্সের ফলাফলে ৩.৯৭ সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন।
ফলাফলের বিষয়টি মঙ্গলবার (২২ এপ্রিল) নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি। এরপরই তাকে নিয়ে অনলাইনে রীতিমতো হইচই শুরু হয়েছে। অনেকে বলছেন, একজন ছাত্রনেতা হয়েও এমন ভালো রেজাল্ট প্রায় অসম্ভব। অনেকেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজেদের আইডিতে শেয়ার করছেন এবং ব্যাপক প্রশংসা করছেন।
জানা গেছে, মহিউদ্দিন খান ঢাবির লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। স্নাতকে তিনি ৩.৯৩ সিজিপিএ পেয়ে এককভাবে প্রথম শ্রেণিতে প্রথম হন। এবার মাস্টার্সের ফলাফলেও তিনি ৩.৯৭ সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! মাস্টার্সের শুরুটা সহজ হলেও মাঝামাঝি সময়ে এসে জুলাই আন্দোলনের নিশ্চয়তা-অনিশ্চয়তার দোলাচলে মাস্টার্সের জার্নিটাও অনেকটা অনিশ্চিত হয়ে উঠেছিল বলা চলে। তেমন অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে প্রথম হওয়ার অনুভূতি অন্য সময়ের চেয়ে তো কিছুটা আলাদাই।’