
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সবার উদ্দেশ্যে একটি ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উমামা ফাতেমা তার ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন।
পোস্টটিতে তিনি উল্লেখ করেন, “সবার উদ্দেশ্যে একটি সংকেত, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে সম্পর্কিত নই। আমার অনেক পরিচিত বন্ধু এই দলের সঙ্গে জড়িত। তবে ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”
তিনি সবাইকে অনুরোধ করেন, এসব সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলোচনা বা প্রস্তাবনা তার সাথে উপস্থাপন না করতে, এতে দুই পক্ষেরই সময় সাশ্রয় হবে।