এনবিআর বিলুপ্তির অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৮ মে, ২০২৫ । ১:৫২ অপরাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি বিভাগ করে জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।

শনিবার (১৭ মে) তিনি জানান, বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।

গত ১২ মে এ বিষয়ে অধ্যাদেশ জারি করা হয়।

রিটে অধ্যাদেশটি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এ রুল বিচারাধীন থাকা অবস্থায় অধ্যাদেশের কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে।

আবেদনে আইন সচিব ও অর্থ সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

পরে আইনজীবী জুয়েল আজাদ জানান, অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা না করে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এটা বিলুপ্ত না করে সংস্কার করা যেত।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন