ফের শাহবাগ অবরোধ ছাত্রদলের

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ । ৮:৩৬ অপরাহ্ণ

সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টির মধ্যেই ফের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ছাত্রদল নেতারা এই অবস্থান পালন করছেন।

মঙ্গলবার (২০ মে) বিকাল থেকেই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। এসময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি মাথায় নিয়েই তারা শাহবাগে অবস্থান নেন।

ছাত্রদলের অবস্থান কর্মসূচির ফলে শাহবাগ এলাকা দিয়ে যান-চলাচল বন্ধ হয়ে যায়। এতে বৃষ্টির মধ্যে ভোগান্তিতে পড়েছেন মানুষ।

শাহবাগের অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর এবং অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা রয়েছেন। সমাবেশটি এখনও চলমান রয়েছে।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন