সিরাজগঞ্জে “নারী সমাজের প্রত্যাশা” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: শনিবার, ২৪ মে, ২০২৫ । ৫:২৯ অপরাহ্ণ

সমঅধিকার নয়, চাই ন্যার্য অধিকার”, এশ্লোগান নিয়ে- “নারী কমিশনের সুপারিশমালা ও নারী সমাজের প্রত্যাশা শীর্ষক” গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

যমুনা আদর্শ নারী সংঘ, সিরাজগঞ্জের আয়োজনে, শুক্রবার ২৩মে বিকেলে সিরাজগঞ্জ শহরের মাড়োয়ারি পট্রিস্থ গুডফুড রেস্টুরেন্টে উক্ত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যমুনা আদর্শ নারী সংঘ সিরাজগঞ্জের সভানেত্রী আইনজীবী মোছাঃ ইলোরা কাবেরী ইলা এর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন, যমুনা আদর্শ নারী সংঘ সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ডাঃ রাশিদা বেগম, রাজিয়া সুলতানা, পারভীন খাতুন প্রমুখ এবং অনুষ্ঠান পরিচালনা করেন, মাকছুমা খাতুন বৃষ্টি।

এসময়ে অনুষ্ঠানে পর্দাশীল আইনজীবী, চিকিৎসক,  শিক্ষিকা, গৃহিণী, তরুণী, ও আদর্শবান নারীরা উপস্থিত ছিলেন।

উক্ত গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে বক্তারা বলেন,  “শতকরা ৯০% মুসলিম এই বাংলাদেশে তথাকথিত নারী কমিশনের নারীরা যে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে তা নারী সমাজের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য চরিত্র হরণ করার জন্য এবং মুসলিম আদর্শবান নারীদের তারা হয়তো কিছুই মনে করেন না। মূলত কোরআন-হাদিস বিরোধী সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। কিছু নারীদের বিপথগামী করার জন্য, যৌনকর্মী বানানোর জন্য, উম্মাদনার জন্য এ সংস্কার প্রস্তাব।”

তারা আরও বলেন, “অন্য ধর্মের নারীদের বিপক্ষে এই সাংঘর্ষিক সংস্কার প্রস্তাব জমা দিয়েছে তারা। আমরা তথাকথিত এই সংস্কার প্রস্তাব ঘৃণাকে করি এর তীব্র নিন্দা প্রতিবাদ করি। এসব সাংঘর্ষিক সংস্কার প্রস্তাব মানিনা, তুলে নিন, নইলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবো।”

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন