
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে ‘সম্ভাব্য প্রার্থী’ পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের শুরা সদস্য ফরহাদ হুসাইনের পরিবর্তে আগামী সংসদ নির্বাচনে এই আসনে জনপ্রিয়, প্রখ্যাত ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে।
রোববার বিকেলে কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ শেষে এই নতুন প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হয়। শহরের হাজী শরীয়তুল্লাহ একাডেমির আবদুল ওয়াহিদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে রাতে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার বলেন, জেলা জামায়াতের আমির আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন। সভা শেষে তিনি নতুন প্রার্থী আমীর হামজার নাম ঘোষণা করেন।
সমাবেশে জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন, জেলা জামায়াতের নায়েবে আমির আবদুল গফুর, জেলা সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, কুষ্টিয়া কেন্দ্রীয় শুরা সদস্য ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী। সে-সময় জেলা জামায়াতের ফেইসবুক আইডিতে চার প্রার্থীর দলীয় একটি ছবি পোস্ট করে এ তথ্য জানানো হয়েছিল। সেখানে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর শুরা সদস্য ফরহাদ হুসাইনের নাম ঘোষণা করা হয়েছিল। জেলা জামায়াতের আমির আবুল হাশেমও তখন এ তথ্য নিশ্চিত করেছিলেন।
প্রার্থী পরিবর্তনের বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার বলেন, সমাবেশে জেলার সব নারী–পুরুষ রুকনেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার বিভিন্ন ইউনিয়নের নেতারাও ছিলেন। তাঁদের সবার মতামতের ভিত্তিতে কেন্দ্রকে জানিয়ে আমীর হামজার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
সম্ভাব্য প্রার্থী মুফতি আমীর হামজা দলীয় কোনো পদে না থাকলেও ওলামা বিভাগে কাজ করেন উল্লেখ করে সুজা উদ্দীন জোয়ার্দ্দার আরও বলেন, ‘এটা সম্ভাব্য প্রার্থী। কেন্দ্রের নির্দেশে তাৎক্ষণিকভাবে বিচার–বিশ্লেষণ করে পরিবর্তনও হতে পারে। বিকল্প প্রার্থী হিসেবে অনেকে আমার নামও প্রস্তাব করেছিল। কিন্তু আমি আমীর হামজা প্রার্থী হওয়ায় খুশি। তিনি (হামজা) শুধু কুষ্টিয়ার নন, সারা দেশের গর্ব। দেশের বাইরেও তাঁর ব্যাপক পরিচিতি।’