বিআরটিসি’র নতুন চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ মে, ২০২৫ । ৮:২৮ অপরাহ্ণ

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা। সোমবার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লাকে বিআরটিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিআরটিসির বর্তমান চেয়ারম্যান ড. অনুপম সাহা (যুগ্ম সচিব)। ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে তিনি এই পদে আছেন।

সবশেষ বিআরটিসির চেয়ারম্যান ছিলেন জনাব মোঃ তাজুল ইসলাম। বিআরটিসির ইতিহাসে তাজুল ইসলামকেই সর্বোচ্চ সফল দায়িত্বশীল হিসেবে গণ্য করা হয়। তার দুই দফা মেয়াদ শেষে অবসরের পর জনাব অনুপম সাহা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য, বিআরটিসির নতুন চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এর আগে পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিযুক্ত ছিলেন। সেখানে সুনামের সঙ্গে তিনি দায়িত্ব পালন করেন। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বেনীনগর গ্রামে।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন