বেলকুচিতে জাতীয় তাঁতী সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ । ১২:৩৩ পূর্বাহ্ণ

তাঁত কুঞ্জ ব্র্যান্ডিং জেলা সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় তাঁতী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৬মে বিকেলে বেলকুচি বেসিক সেন্টার হলরুমে প্রায় শ’খানেক প্রথমিক ও মাধ্যমিক পর্যায়ের তাঁত মালিক এতে অংশ নেন।
 
প্রবীণ তাঁত ব্যবসায়ী শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় তাঁতী সমিতির সভাপতি ও বাংলাদেশ তাঁত বোর্ডের খন্ডকালীন সদস্য আলহাজ্ব আব্দুস ছামাদ খান।

এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় তাঁতি সমিতির সহসভাপতি জহিরুল হক, জয়েন সেক্রেটারী মমিনুর রহমান, সদস্য রফিকুল ইসলাম, বেলকুচির লিয়াজোঁ অফিসার তামান্না তন্বী, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, বেলকুচির মাধ্যমিক তাঁতী  সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, ভাঙ্গা বাড়ি ইউনিয়ন ৩ নং ওয়ার্ড প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গোলাম মাওলা, তাঁতী নজরুল ইসলাম ও এনায়েতপুর হাঁট বণিক সমিতির সহ-সভাপতি মুক্তার হাসান প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, তাঁত শিল্পে সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জ এর মধ্যেই বেলকুচিতে সবচেয়ে বেশি তাঁত রয়েছে। এ শিল্পের হারানো ঐতিহ্য এবং গৌরবকে ফিরে আনতে হবে। 

এজন্য রং সুতা সহ সকল রাসায়নিক দ্রব্যের মূল্য কমিয়ে আনতে হবে। তাঁতিদের মধ্যে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে।

এ সময় তাঁতি সমিতির কেন্দ্রীয় নেতারা আরও বলেন, জাতীয় তাঁতি সমিতির আসন্ন নির্বাচনের লক্ষ্যে মাধ্যমিক সমিতি গুলো যেগুলো নিষ্ক্রিয় ছিল সেগুলোকে সক্রিয় করতে হবে।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন