আজ ২৪ সেপ্টেম্বর খুলনার পাইকগাছা উপজেলায় গদাইপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল তিনটায় উক্ত কর্মী সমাবেশের কর্মসূচি শুরু হয়।
সমাবেশের শুরুতে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা পাইকগাছার নতুন বাজার চাঁন্নী চত্বরে উপস্থিত হতে থাকে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা এস,এম আব্দুল মজিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার, মাওলানা এস এম আমিনুল ইসলাম, মোহাম্মদ আবুজার আল গিফারী, মোঃ সাইদুর রহমান, মোঃ আলতাফ হোসেন,মোঃ আখতারুজ্জামান খোকন সহ জামায়াতে ইসলামী বাংলাদেশ এর স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বাংলাদেশ জামায়াতে ইসলামের ভালো ভালো দিকগুলো তুলে ধরেন। বিশেষ করে হিন্দু ভাইদের নিরাপত্তার কথাগুলো তুলে ধরেন।
৫ ই আগস্টের স্বৈরাচার হাসিনা সরকার পতনে জামায়াত ইসলামের ভূমিকা। এ সময় হিন্দু নেতাদের পক্ষ থেকে প্রশান্ত মণ্ডল বক্তৃতা করেন।