সম্প্রতি মব জাস্টিসের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা শামীমকে বিচারবহির্ভূত হত্যার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে মব জাস্টিসের বিরুদ্ধে সচেতনতা মূলক সাংস্কৃতিক আয়োজন ‘মবের মুল্লুক অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় রুদ্রদা প্রোডাকশনের উদ্যোগে এবং ইবি মিউজিক অ্যাসোসিয়েশন ও ইবি ফটোগ্রাফিক সোসাইটির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে এই সচেতনতামূলক আয়োজন করা হয়। এসময় লাইভ পোস্টারিং, পেইন্টিং, কার্টুন, প্রতিবাদী গান, কবিতা এবং পথনাটক পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই গীতা, বাইবেল, ত্রিপিটক ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। পরবর্তীতে শিল্পীরা কয়েকটি প্রতিবাদী গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন৷ এরপর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ওপরে একটি পথনাটক উপস্থাপন করা হয়, যেখানে ঐক্যবদ্ধ গণআন্দোলনের পর বিভিন্ন অংশীদারদের মতানৈক্য এবং তার ফলশ্রুতিতে মব জাস্টিসের প্রসার ঘটে। নাটকের প্রতিপাদ্যে ছিলো বিভাজন কখনো ভালো কিছু বয়ে আনে না।
এছাড়া, অনুষ্ঠান শুরুর সঙ্গে সঙ্গেই মঞ্চের পেছনে লাইভ পেইন্টিং ইভেন্ট শুরু হয়, যা অনুষ্ঠানের সমাপ্তি পর্যন্ত চলে। অপরদিকে, লাইভ পোস্টারিং ইভেন্টে মব জাস্টিসের বিরুদ্ধে বিভিন্ন মতামত, পরামর্শ লিখে ক্যানভাসে আটকাচ্ছিলেন দর্শকরা। অনুষ্ঠানের সমাপ্তি পর্বে বিশ্ববিদ্যালয়ের পরিচিত ওয়েভ দা ব্যান্ড ও সোভার ব্যান্ডের শিল্পীরা গান পরিবেশন করেন।
অনুষ্ঠান উপভোগ করতে আসা শিক্ষার্থীরা বলেন, আসলে, এত প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয়ের কোন মূল্য থাকবে না যদি না আমরা সিস্টেম চেঞ্জ করতে পারি। মব জাস্টিসের সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য আজকের আয়োজনটি প্রশংসনীয়। যার যার জায়গা থেকে আমরা যদি মব জাস্টিসের কুফল সম্পর্কে সচেতন হই এবং এর বিরুদ্ধে সচেতন হতে পারি, তাহলেই আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবো। সচেতনতামূলক এই আয়োজনটি করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তারা।
রুদ্রদা প্রোডাকশনের ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে আমরা সবাইকে একটি বার্তা দিতে চাই যে, মব জাস্টিস আসলে কোন সমাধান নয়। আসুন আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। আমরা বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত আমরা দেশের আইনের প্রতি ভরসা রাখব এবং শ্রদ্ধা করব ততক্ষণ কোনও স্বৈরাচারী শক্তি আর ফিরে আসতে পারবে না।
বর্তমান বাংলাদেশে মব জাস্টিসের নামে যা হচ্ছে সেটা দেখে স্বৈরাচারী শক্তি পৃথিবীর কোন না কোন প্রান্ত থেকে হাততালি দিচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতনত করতেই আমাদের এই প্রয়াস।’