নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত চারটি হত্যা মামলায় আট দিনের রিমান্ড শেষে সাবেক এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিনের আদালত এ রায় দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।
এর আগে গত ২২ সেপ্টেম্বর চারটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গাজীকে আট দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।