“বাংলার পাট বিশ্বমাত”
“পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পে’র আওতায় পাইকগাছায় শ্রেষ্ঠ পাট চাষী পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ২ অক্টোবর)সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত এই পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ। উপ সহকারী পাট কর্মকর্তা উন্নয়ন অনিরুদ্ধ কুমার বৈদ্য এর সঞ্চালনায় পাট চাষে বিশেষ অবদান রাখায় উপজেলার পাঁচ ইউনিয়ন থেকে পাঁচ জন শ্রেষ্ঠ পাট চাষীকে এই পুরুষ্কার প্রদান করা হয়।
পুরুষ্কৃত ব্যক্তিদের মধ্যে হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি গ্রামের মোঃ খালেক জমাদ্দার, কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের মোঃ মোশারফ হোসাইন, গদাইপুর ইউনিয়নের তকিয়া গ্রামের মোঃ সবুর রেজা, রাড়ুলী ইউনিয়নের মোঃ আছাদ মোড়ল এবং চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের
স্বপন কুমার ঘোষ কে সম্মাননা ক্রেস্ট প্রদান ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।