কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর কালিরপাঠ দূর্গা মন্দিরে হামলার চেষ্টা করেছে একদল দুষ্কৃতিকারী।
গতকাল রাতে মন্দিরের পিছনের দিকে আঘাত করতে উদ্যত হলে, দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করেন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা সম্ভব হয়, তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং পালিয়ে যাওয়া দুষ্কৃতিকারীদের খোঁজে অভিযান শুরু করেছে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং মন্দিরে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন।