সারাদেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব ২০২৪। হিন্দু সম্প্রদায়ের মানুষদের নিকট প্রিয় এই উৎসব ও বাংলাদেশের ভাবমূর্তি অবনমিত করতে বিভিন্ন যায়গায় ষড়যন্ত্রের ইঙ্গিতও পাওয়া গেছে। তাই এই পূজা উৎসবকে নির্বিঘ্ন ও আনন্দময় করতে সারাদেশের ন্যায় সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের প্রিন্সিপাল আবুল কাসেম হল শাখা সভাপতি এ কে এম ইব্রাহিম খলিলের নেতৃত্বে প্রচন্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই রাত জেগে মন্দির পাহাড়া দিচ্ছে বাঙলা কলেজ ছাত্রদল।
প্রতিবছর সনাতনধর্মীদের পূজা উৎসবকে কেন্দ্র করে কমবেশি ষড়যন্ত্র ও নোংরা রাজনীতি প্রায়শই ঘটে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, হিন্দু সম্প্রদায়ের লোকেরাই তাদের মন্দির বা মূর্তি ভেঙে মুসলিমদের উপর দোষ চাপাতে চায়।
আবার কখনো দেখা যায়, আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তাদের দলীয় লোকজন মূর্তি ভেঙে বিরোধী দলীয়দের উপর দোষ চাপাতো। অর্থ্যাৎ গুটিকয়েক মানুষের স্বার্থ রক্ষার্থে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চলে নানামুখী ষড়যন্ত্র।
তাই এবারের পূজা উৎসবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিয়মিত মন্দির পাহারা দিচ্ছে বিএনপি, ছাত্রদল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সারাদেশের মতো রাজধানীর বিভিন্ন মন্দিরে নিয়মিত পাহাড়া দিচ্ছে ছাত্রদল। বিশেষ করে সরকারি বাঙলা কলেজের আশেপাশের সকল মন্দির পর্যায়ক্রমে টিম গঠন করে পাহাড়া দিচ্ছে বাঙলা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃষ্টিতে ভিজে মন্দির পাহারার কারণ জানতে চাইলে ছাত্রদল নেতা ইব্রাহিম জানান, ‘ছাত্রদলের প্রিয় অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাবার অধিকারও সবার। মূলত আমরা তারই ধারাবাহিকতায় বিভিন্ন গুজব ও ষড়যন্ত্র রুখে দিতে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের পূজা উৎসব আনন্দময় ও নির্বিঘ্ন করতেই নিয়মিতভাবে এই পাহারা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কারণ আপনারা জানেন, বিভিন্ন যায়গায় অপকর্ম করছে কিছু কুচক্রী মহল। আর দোষ হচ্ছে অন্যদের। তারা আমাদের দেশকে নিয়ে যে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা তা প্রতিহত করতেই আমাদের নৈতিক দায়িত্ব পালন করছি।’
বাঙলা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম বলেন, ‘আমরা সবসময় সম্প্রতির বাংলাদেশ চাই। কিন্তু কিছু দুষ্টুচক্র আমাদের এই সম্প্রতিকে নষ্ট করতে তাদের নির্লজ্জ ও ষড়যন্ত্র মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাই এসব মুখোশধারী বদমাশদের অপতৎপরতা রুখে দিতেই আমরা নিয়মিত বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছি।’
আজকের মন্দির পাহারা কার্যক্রমে পাইকপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির পাহারায় উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজ প্রিন্সিপাল আবুল কাসেম হল শাখা সভাপতি এ কে এম ইব্রাহিম খলিল, সহ-সভাপতি রবিউল ইসলাম, দেওয়ান বাপ্পি, মোঃ মাসুম হোসেন, মোঃ হাসানুজ্জামান, যুগ্ম সম্পাদক জোবায়ের আল মাহমুদ, রাজন রাজ, সদস্য আজিম হোসেন জীবন, মো: সেহাগ সহ অনেকে।