উত্তর ইসরায়েলের একটি সেনা ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে অন্তত চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আইডিএফের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলের হাইফার বেনইয়ামিনায় অবস্থিত সামরিক ক্যাম্পে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের এ সেনা ক্যাম্পটি ইসরায়েল–লেবানন সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে।
আইডিএফ প্রথমে সামরিক রেডিওতে তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার খবর প্রচার করে। পরে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, নিহত হয়েছেন চারজন ইসরায়েলি সেনা। আহত হয়েছেন ৬৭ জন।
তবে ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) আহতের সংখ্যা ৬১ বলে উল্লেখ করেছে। এমডিএ বলেছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এ ছাড়া আহত আরও ৩৭ জনকে হেলিকপ্টারে করে অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দিকে হিজবুল্লাহ এ হামলার দায় স্বীকার করে বলেছে, তেল আবিব ও হাইফার মাঝামাঝি এলাকায় অবস্থিত আইডিএফের গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহর মিডিয়া অফিস জানিয়েছে, গত বৃহস্পতিবার দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েল হামলা চালিয়েছিল। ওই হামলার জবাবে হিজবুল্লাহ গতকাল ইসরায়েলের সেনাক্যাম্প লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হাসাসকে সমর্থন দিয়ে ইসরায়েরে মাঝে মাঝে হামলা করতে শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সম্প্রতি হিজবুল্লাহ দমনে লেবাননে জোরালো অভিযান শুরু করেছে ইসরায়েল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত এক বছরে বৈরুতে ইসরায়েলি হামলায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ হাজার ৩৮০ জন।