আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তারা খেলবে ২ টেস্টের সিরিজ। ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম টেস্ট।
সেই লক্ষ্যে রোববার সকাল ১০টা থেকে মিরপুর স্টেডিয়ামে হয়েছে সেনা মহড়া। মূলত নিরাপত্তা পরিস্থিতি দেখা এবং নিরাপত্তা হুমকি মোকাবেলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কি করবে সেই মহড়াই হয়েছে। মহড়া চলে দুপুর ১২টা পর্যন্ত।
এদিন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও বিসিবিতে এসেছেন এবং বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই অবসর নিতে চান সাকিব আল হাসান। সেজন্য তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে ও বিসিবি থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন। নিরাপত্তা নিশ্চিতের কথাও বলা হয়েছে।
তবে গত ২ দিন ধরে মিরপুর স্টেডিয়ামে উত্তপ্ত পরিস্থিতি। অনেকেই সাকিবকে খেলতে দেওয়া হবেনা সেই দাবিতে সোচ্চার।
বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরে নিরাপত্তা নিয়ে প্রকাশ করা হয়েছে সংশয়। সে কারণে দক্ষিণ আফ্রিকা থেকে নিরাপত্তা পর্যবেক্ষক দলও ঘুরে গেছে।
ওই সময় টানা ৩ দিন সেনা মহড়া হয়েছে। মিরপুর স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নেমেছে প্যারাট্রুপার। হেলিকপ্টারও ল্যান্ড করেছে। প্রয়োজনে এমন মহড়া আরও চলবে বলেও জানা যায়।