আজ ১৬ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের জামতলী এলাকা থেকে মো:জাহিদ হাসান(২৪) মো:জিহাদ মিয়া (২০)ও মোঃ শাওন আলী(২২) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তাদের কাছে থাকা দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংক ও সিটের নিচ থেকে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা ও দুটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক
মোঃ হুমায়ুন কবির বাদী হয়ে সিংড়া থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করেন।