গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী গাজার ওপর ব্যাপক হামলা চালিয়ে ৯৬ জন ফিলিস্তিনিকে শহিদ করেছে এবং ২৭৭ জনকে আহত করেছে।
সোমবার (২৮ অক্টোবর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় মোট ৪৩,০২০ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন ১,০১,১১০ জনের বেশি মানুষ।
ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার ওপর হামলা শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে।
সেই সঙ্গে ইসরাইল গাজার ওপর পূর্ণ অবরোধ আরোপ করেছে, যা গাজায় বিদ্যুৎ, পানি, খাদ্য ও জ্বালানির সরবরাহ বন্ধ করে দিয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরাইল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর চালানো হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় শুরু হওয়া এই সংঘাতে প্রায় গোটা গাজা উপত্যকার জনগণ বাস্তুচ্যুত হয়েছে।
ইসরাইলকে গাজায় পরিচালিত এই কর্মের জন্য আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলার মুখোমুখি করা হয়েছে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি।