টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ । ১২:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

মিরপুরে প্রথম টেস্টের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

জ্বরের কারণে লিটন দাস এবং ইনজুরিতে পড়ে একাদশে নেই জাকের আলি। দল থেকে বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসান।

এ তিনজনের জায়গায় একাদশে সুযোগ হয়েছে জাকির হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাহিদ রানার।

বাংলাদেশের ১০৬তম খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক হলো উইকেটরক্ষক-ব্যাটার অঙ্কনের। ৪৩টি প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরিতে ৩০.৬৯ গড়ে ১ হাজার ৯৩৪ রান করেছেন ২৫ বছর বয়সী অঙ্কন।

প্রথম টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাথু ব্রিটস্কি ও ড্যান পিয়েটের জায়গায় একাদশে নেয়া হয়েছে সেনুরান মুথুসামি ও ড্যান পিটারসনকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ পর্যন্ত ১৫টি টেস্টে মুখোমুখি হলেও কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ১৩টিতে হার ও দুটি টেস্ট ড্র করেছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, জাকির হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ:
এইডেন মার্কর‌্যাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনি, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, সেনুরান মুথুসামি ও ড্যান পিটারসন।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন