গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগের মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির বিচার কার্যক্রম অনুষ্ঠানিকভাবে শুরু হলো।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত সোমবার এই আদেশ দেন। একইসঙ্গে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বাদীপক্ষের আইনজীবী ইমরান হোসেন সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
রাসেল ও শামীমার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, মামলার বাদী ২০২১ সালের ২৭ মার্চ থেকে একই বছরের ৫ জুন পর্যন্ত দু’টি মোটরসাইকেল, একটি স্মার্ট ফোনসহ বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় বাবদ দুই লাখ ২০ হাজার ৯৮৫ টাকা পরিশোধ করেন। এই টাকার বিপরীতে বাদীকে পণ্য সরবরাহ করা হয়নি।
পরবর্তীতে আংশিক টাকা ফেরতের উদ্দেশ্যে ইভ্যালি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাকে এক লাখ ৮০ হাজার টাকার একটি চেক দেয়া হয়। তবে ওই চেক দিয়ে বাদী সংশ্লিষ্ট ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করতে পারেননি।
পরবর্তীতে চেকের টাকা পরিশোধ না হওয়ায় মামলার বাদী তাহসানুল ইসলাম আল-আমীন দণ্ডবিধি আইনে ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করেন।