ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনিবার্হী পরিষদের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১) অক্টোবর সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে নবনির্বাচিত কার্যনিবার্হী কমিটিকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আবু সাঈদ সুইট, সহ-দপ্তর সম্পাদক শেখ মো: এনামুল হক, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দুলাল উদ্দীন আহমেদ, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।