ইউক্রেন সীমান্তে উত্তর কোরিয়ার প্রায় আট হাজার সেনা মোতায়েন করা হয়েছে। আগামী দিনগুলোতে রাশিয়া এই সেনাদের যুদ্ধক্ষেত্রে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এমনটাই দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ধারণা করছে যে উত্তর কোরিয়া রাশিয়ায় মোট দশ হাজার সেনা পাঠিয়েছে। ইউক্রেন সীমান্তে তাদের পাঠানোর আগে এ সব সেনাদের রাশিয়ায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ব্লিঙ্কেন বলেন, উত্তর কোরিয়ার সৈন্যরা কামান, ইউএভি (মানুষবিহীন আকাশযান), ট্রেঞ্চ ক্লিয়ারিংসহ বেসিক পদাতিক অপারেশনগুলোর জন্য রাশিয়ান প্রশিক্ষণ পেয়েছে। তার মানে হলো রাশিয়া এ সব সেনাদের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করতে যাচ্ছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর এটাই হতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিদেশি সেনাদের সবচেয়ে বড় মোতায়েন।
এমন পরিস্থিতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ইউরোপে যুদ্ধ বড় আকারে ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।