আজ (১ নভেম্বর) বিকেল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সহযোগিতায় কোস্টালল্যাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বাংলা নাট্যমন্ডপে “কোস্টাল ল্যাব ১.০” শীর্ষক কর্মশালার সূচনা হয়েছে।
কর্মশালাটির শুরুর দিনে প্রধান ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের উপকূলীয় সাংবাদিকতার অগ্রণী ব্যক্তিত্ব রফিকুল ইসলাম মন্টু। তিনি এসময় উপকূলীয় অঞ্চলের জীবনের নানামুখী বাস্তবতা, ঝুঁকি, এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে আলোচনা করেন।
কর্মশালার সূচনা বক্তব্যে রফিকুল ইসলাম মন্টু উপকূলীয় সাংবাদিকতার গুরুত্ব এবং চ্যালেঞ্জগুলো নিয়ে বলেন, “উপকূলীয় সাংবাদিকতা কেবল সংবাদ সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি উপকূলবাসীর কণ্ঠকে জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম। এ কাজ করতে গিয়ে সত্যের পক্ষে দাঁড়ানো এবং নির্ভীকভাবে খবর পরিবেশন করা একজন সাংবাদিকের দায়িত্ব।”
উল্লেখ্য, কোস্টাল ল্যাব ১.০ কর্মশালাটি দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাংবাদিক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকূলীয় সাংবাদিকতার বিভিন্ন কৌশল এবং প্রতিবেদন তৈরির ধারাবাহিকতা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আয়োজন করা হয়।