বিশ্বকাপ নিয়ে যেসব প্রশ্নের মুখোমুখি হন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪ । ১২:১১ অপরাহ্ণ

২০২৬ সালে ‎মার্কিন যুক্তরাষ্ট্র, ‎মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। যদিও একনো এই টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত নেননি আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। তবে আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন দেশের অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে নানান প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।

সম্প্রতি ‘দা ৪৩৩ অ্যাপ’ ও অ্যাপল টিভির জন্য মেসির সাক্ষাৎকার নেন সংবাদিক ফাব্রিসিও রোমানো। সেখানে মেসি আগামী বিশ্বকাপ খেলবেন কি না? এমন প্রশ্ন করেন তিনি।

জবাবে মেসি জানান, ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি। আপাতত ইন্টার মায়ামির হয়ে বছরের শেষটা ভালো করে এরপর নতুন বছরে তাকিয়ে আছেন তিনি।

মেসি জানান, তিনি সত্যিই জানেন না ২০২৬ বিশ্বকাপে খেলব কি না। তাকে অনেক প্রশ্ন করা হয় এটা নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আপাতত তার চাওয়া বছরটা ভালোভাবে শেষ করা। এরপর ভালো একটা প্রাক-মৌসুম কাটিয়ে নতুন বছর শুরু করা। গত বছর এটা (প্রাক-মৌসুম) পারেননি তিনি।

তিনি বলেন, ‘সেখান থেকে আমি দেখব, কেমন করছি এবং কেমন লাগছে। আমরা কাছাকাছি আছি, তবে পাশাপাশি এটাও সত্যি, অনেক সময় এখনও বাকি এবং ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। আপাতত বেশি দূরে না তাকিয়ে প্রতিটি দিনে থাকতে চাই।’

আর্জেন্টাইন সুপারস্টার জানান, এই সময়, পারিপার্শ্বিকতা ও বয়সের কারণে খেলার ধরন বদলেছেন তিনি। সবকিছুতে একটু করে মানিয়ে নিচ্ছেন। নিজেকে পুনরাবিষ্কার করছেন এবং এই লিগে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যা তার জন্য নতুন। তবে শুরু থেকেই এখানে খুব স্বস্তি অনুভব করছেন তিনি।

খেলোয়াড় হিসেবে ক্যারিরার শেষে কোচিং পেশায় আশার ইচ্ছা নেই মেসির। ‘এলএম টেন’ বলেছেন, ‘কোচ হতে চাই না, তবে এখনও নিশ্চিত নই যে ভবিষ্যতে কী করতে চাই। প্রতিদিন যা কিছু করি না কেন তার আগের বিষয়গুলোকে অনেক বেশি মূল্য দেই। তাই আমি শুধু খেলা, অনুশীলন এবং মজা করার নিয়ে চিন্তা করি।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন