বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটের আয়োজনে ২০২৪ এ বন্যায় ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জের ৫’শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রী (FOOD PACKAGE) বিতরণ করা হয়।
উক্ত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো- চাল সিদ্ধ (৭.৫০)কেজি, মসুর ডাল ১ কেজি, সয়াবিন তেল ১কেজি, চিনি১কেজি, লবণ১কেজি, সুজি ৫০০ গ্রাম।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়াম প্রাঙ্গনে উক্ত ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ নাজমুল হক।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সহকারী পরিচালক মোঃ রবিউল আলম এর নির্দেশনায় ফুড প্যাকেজ বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম তাজ, রেড ক্রিসেন্ট সিরাজগঞ্জ ইউনিটের যুব প্রধান মোছাঃ শামিমা আক্তার শাপলাসহ সদস্য/সদস্যরা, স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।