গণতন্ত্রবিরোধীরা আবারও মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে মহিলা দল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গণতন্ত্রবিরোধীরা আবারও মাথা চাড়া দেয়ার যে চেষ্টা করছে। আবারও গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। তারা যেন সফল হতে না পারে বিএনপিকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দেবে। কারণ নির্বাচন হচ্ছে গণতন্ত্রের দরজা৷
এসময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছর গণতন্ত্রের মতো দেশের রাজনীতি, অর্থনীতিকেও ধ্বংস করেছে। তারা আবারও গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে৷ এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।