খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ।
তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বুধবার উপজেলার ১টি কলেজ ও ৩ টি স্কুলের শিক্ষকদের সাথে এ মতবিনিময় করেন।
সকাল ১১ টায় অধ্যক্ষ শেখ ফারুক আহমেদ এর সভাপতিত্বে সরদার আবু হোসেন কলেজে দুপুর ১২ টায়, প্রধান শিক্ষক শামীম হোসেন এর সভাপতিত্বে এস এম মাজেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুপুর ১ টায়, প্রধান শিক্ষক মো: আনিসুর রহমান এর সভাপতিত্বে ভিলেজ পাইকগাছা মাধ্যমিক বিদ্যালয় এবং ২ টায় প্রধান ভারপ্রাপ্ত শিক্ষিকা অঞ্জলি কুমার শীল এর সভাপতিত্বে শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো: আবুল হোসেন, বিএনপি নেতা প্রনাব কান্তি মন্ডল, শিক্ষক মজিবুর রহমান, শিক্ষক বাবর আলী গোলদার , যুবনেতা হুরায়রা বাদশা, প্রভাষক মনিরুজ্জামান মনি, রায়হান পারভেজ টিপু, আবু হানিফ মিলন, শহিদুর রহমান, তেয়ুবুর রহমান, শামসুজ্জামান, কাজি মুজিবুর, জামাল, আসাদুজ্জামান মামুন।
এছাড়াও শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক আবু সালেহ ইকবাল, প্রভাষক আজিজুর রহমান, মাওলানা নূরে আলম সিদ্দিকী, মাস্টার শফিকুল ইসলাম প্রমুখ।