নাটোরের সিংড়ায় জায়গায় সংক্রান্ত বিরোধে আপন চাচা ভাতিজার মধ্যে মারামারি একপর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে চাচা মোঃ এরশাদ প্রামানিক এর মৃত্যু হয়েছে।
নিহত এরশাদ প্রামানিক উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের চৌপুকুরিয়া এলাকার মৃত ছবি প্রামাণিকের ছেলে।
জানা যায়, বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়।
বিবাদী,
১। মোঃ ইউসুফ (৩২),
২। মোঃ মোশাল (৪০),
৩। মোঃ শহিদুল ইসলাম (৪৫)
সর্ব পিতা-মৃত মমতাজ
৪। আহসান (১৮),
পিতা-বল্টু
৫। মোঃ সিরাজুল ইসলাম (৩০) পিতা মমতাজ,
সর্ব সাং চৌপুকুরিয়া থানা সিংড়া জেলা নাটোরদের সাথে
১। ভিকটিম-এরশাদ প্রামানিক (৬৫), পিতা-মৃত ছবি প্রামানিক সাং-চৌপুকুরিয়া
থানা সিংড়া জেলা নাটোর। এরশাদের ছেলে
২। মোঃ আবু বক্কর (৪০)
৩। মোঃ কাদের (৩০)
সর্ব পিতা এরশাদ প্রামানিক ও এরশাদের জামাই
৪। সাইফুল ইসলাম (৪০)
পিতা বাদেশ,
এরশাদ এর ভাই
৫। ফারুক হোসেন (৩৫)
পিতা মৃত ছবি প্রামানিক,
সর্ব সাং-চৌপুকুরিয়া, থানা,সিংড়া জেলা নাটোর।
মারামারির একপর্যায়ে ভাতিজা আহসান তাহার চাচা এরশাদ এর ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করে।পরে থাকে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনা শুনার পরে পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের লাশটি তাহার নিজ বাড়িতে আছে।