মিরপুর ১০ এ মিলল ভারতীয় যুবকের মরদেহ

আব্দুল্লাহ আল মোত্তালিব, স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ । ৫:১২ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরের ১০ নম্বরের রোজ হ্যাভেন রেসিডেন্সিয়াল,হোটেলের একটি কক্ষ থেকে আকবর আলী মন্ডল (৩৮) ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে স্বজনেরা।

শুক্রবার দিবাগত রাত ৪টা নাগাদ অচেতন অবস্থায় আকবর আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আকবর আলী মুর্শিদাবাদের ডোমকল থানার কাটা কোপরা গ্রামের আমির উদ্দিন মন্ডলের ছেলে।

নিহতের বন্ধু ফারজু মন্ডল বলেন, গত শুক্রবার(৮ নভেম্বর)আকবর আলীসহ আমরা কয়েকজন বন্ধু মিলে বাংলাদেশ ভ্রমণে আসি।গতকাল সন্ধ্যা ৭টায় মিরপুর ১০ নম্বরের রোজ হেভেন রেসিডেন্সিয়াল হোটেলে আমরা রাতে ছিলাম। রাতে ঘুমের মধ্যে আকবর আলী হঠাৎ চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়েন।বিষয়টি জানতে পেরে প্রথমে দ্রুত তাঁকে মিরপুর ২ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বন্ধু আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ভোর ৪টার দিকে ওই ভারতীয় নাগরিককে অচেতন অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন