ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ । ৬:১৮ অপরাহ্ণ

রাজধানীতে মাদকদ্রব্য বহন ও সেবনের অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার (৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ৯৭ পিস ইয়াবা, ৩৪০ গ্রাম গাঁজা, এক বোতল ফেনসিডিল ও ২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন