সরকারি বাঙলা কলেজ প্রতিনিধিঃ
রাজধানীর সরকারি বাঙলা কলেজস্থ খুলনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে সরকারি বাঙলা কলেজের জিয়োলজি ডিপার্টমেন্টের মেধাবী ছাত্র মিয়া তানভীর হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে একাউন্টিং ডিপার্টমেন্ট এর মেধাবী ছাত্র রেজাউল করিম বাদল দায়িত্ব পালন করবেন। এই কমিটিকে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর)খুলনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর অফিসিয়াল ফেসবুক পেজ এ শিক্ষক উপদেষ্টা অধ্যাপক এস এম মাহাবুবুল ইসলাম, অধ্যাপক মমতাজ আরা বেগম, সহযোগী অধ্যাপক লাকি রানী হালদার এবং ছাত্র উপদেষ্টা মোখলেসুর রহমান, শামীম আহমেদ অপু এবং শেখ শওকত হুসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাদিকুর রহমান সজীব, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিয়াজ রহমান এবং ইমন।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অনিমেষ ঢালী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হুসাইন এবং অর্পন বিশ্বাস।
সাংগঠনিক সম্পাদক পদে তানভীর হুমাইন জুয়েল, অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে জুনায়েদ খান, দপ্তর সম্পাদক হিসেবে আল আমিন, উপ-দপ্তর সম্পাদক হিসেবে আমান মাহমুদ, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে সামিরা সুলতানা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে জিনিয়া ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে শেখ শওকত হুসাইন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে শাসন সরকার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে ইমতিয়াজ খান, আইসিটি বিষয়ক সম্পাদক হিসেবে তানভীর হুসাইন জুয়েল, প্রচার সম্পাদক হিসেবে জুয়েল, বাদল, এবং সজীব, মনোনীত হয়েছেন।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন রায়হান, রাব্বি, শাহেদ, অমিত, বাইজিদ, শামীম, শিহাব, ফিরোজ, নাসিম, ইমতিয়াজ এবং ফিরোজ।
উল্লেখ্য, রাজধানী মিরপুর এর সনামধন্য সরকারি বাঙলা কলেজে বিভিন্ন আঞ্চলিক সংগঠন সক্রিয় রয়েছে যারা ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তেমনি খুলনা জেলা ছাত্রকল্যাণ পরিষদও তেমনি একটি কল্যাণমুলক সংগঠন।