গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)-এ নতুন প্রক্টরিয়াল বডি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন প্রক্টর হিসেবে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব’কে দায়িত্ব দেওয়া হয়েছে। তার সাথে ৫ জন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।
সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব আইরিন পারভিন,
কৃষি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আরিফুল ইসলাম,মার্কেটিং বিভাগের প্রভাষক জনাব মো. আসিফ খালেদ,ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক জনাব মো. গোলাম সারোয়ার এবং ইতিহাস বিভাগের প্রভাষক জনাব মুজাহিদুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থ বিবেচনা করে এই নতুন প্রক্টরিয়াল বডি গঠন করা হয়েছে। পূর্ববর্তী প্রক্টরিয়াল বডির সকল সদস্যকে তাঁদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই নতুন প্রক্টরিয়াল বডির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা হবে বলে আশা করা হচ্ছে।