মানব পাচারের শিকার ব্যক্তিদের ট্রমা ইনফরমড এবং ভিকটিম কেন্দ্রীক সেবা প্রদানের মাধ্যমে টেকসই পুনর্বাসন বিষয়ক এক কর্মশালা বৃহস্পতিকার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সাবেক এডিশনাল ডিআইজি মোশাররফ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল আওয়াল। ঝিনাইদহ জেলা প্রশাসন ও জাস্টিস এন্ড কেয়ার যৌথ ভাবে কর্মশালার আয়োজন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মনজুর মোরশেদ বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার তারেক রহমান বান্না, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল।
মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সার্কেল এ্যাডজুটেন্ট ফারিয়া তাবাসসুম, জাস্টিস কেয়ারের এরিয়া ম্যানেজার অপুর্ব সাহা ও আরডিসির নির্বাহী পরিচালক আব্দুর রহমান বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক আব্দুল আওয়াল তার বক্তৃতায় বলেন, মানব পাচার আধুনিক সভ্যতার অন্যতম জঘন্য অপরাধ। মানব পাচারের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত ও পাচারের শিকার ভিকটিমদের মানসিক প্রশান্তি দিয়ে সমাজের মুল শ্রোতধারায় পিরিয়ে আনতে হবে।