“এন্টিবায়োটিক বাঁচান, এন্টিবায়োটিক আপনাকে বাঁচাবে” এই প্রতিবাক্য কে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ-২০২৪ উদযাপিত হয়েছে।
আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯ টার দিকে ঢামেক হাসপাতালের কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানটি উদযাপিত হয়।
আয়োজনে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা,টেকনিক্যাল সেশন,বিশেষজ্ঞ প্যানেল আলোচনা,সেরা ভিডিও, পোস্টার,পেন্সিল স্কেচ ও মটো প্রদর্শনী।
সকাল ৯ টায় ঢামেক হাসপাতালের কলেজ গেট থেকে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেটেড জেনারেল আসাদুজ্জামান ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃকামরুল আলমের নেতৃত্বে বের করা শোভাযাত্রায় শিক্ষক,কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে বহির্বিভাগে গিয়ে শেষ হয়।
শোভা যাত্রার অনুষ্ঠানে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান দিবসটি উপলক্ষে বলেন,অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ফলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে।বর্তমানে এটি একটি বৈশ্বিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তাই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই। এজন্য চিকিৎসক, ভেটেরিনারিয়ান, ফার্মাসিস্ট, নীতিনির্ধারকসহ সকল অংশিজনকে এক সঙ্গে কাজ করতে হবে।
এরপর একই স্থানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃকামরুল আলম বলেন,অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে সময়োপযোগী আইন প্রণয়ন ও প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।