বাবার বাসায় যেতে না দাওয়ায় স্বামীর সাথে কথা কাটাকাটি করেন স্ত্রী তামান্না। অতঃপর বিষ-পান করে মৃত্যুবরণ করেন গৃহবধূ তামান্না(২৪)। তিনি এক ছেলে এক মেয়ের জননী ছিলেন।
তার আত্মীয় স্বপ্না বলেন, তিনি গতকাল বাবার বাসায় যাবার কথা স্বামীকে বলেন এবং স্বামী যেতে না দাওয়াই তিনি বিষ-পান করেন।
পরবর্তীতে তারা জানতে পেয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এবং চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বলেন সে আর বেঁচে নেই।
তিনি আরো বলেন, তেজ কুনিপাড়া তেজগাঁও পানির পাম্প এলাকায় ভাড়া থাকতেন। তার স্বামী ফেরী করে করে মুরগি বিক্রি করেন,তার বাসা কাচারিকাব্দী রায়পুরা, নরসিংদি এবং মৃত তামান্নার বাসা মধ্যনগর, রায়পুরা, নাসিংদি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.ফারুক বলেন, মৃত তামান্না কে ৩:৪৫ এর দিকে অচেতন অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।