সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ইসলামিয়া সরকারি কলেজের ২০২৪-২০২৫ সেশনে একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের নবীন বরণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামিয়া সরকারি কলেজের আয়োজনে, সোমবার (২৫ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এস.আই.এম.এ রাজ্জাক।
এসময়ে তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, লেখা-পড়ার পাশাপাশি সকল ভালো কাজ করতে হবে। ভালো বই পড়তে হবে এবং সাহিত্য সংস্কৃতি লালন ও ক্রীড়া চর্চা করতে হবে। সু-নাগরিক হয়ে গড়ে উঠতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আজহারুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও কলেজের ২০২৪-২৫ সেশনে উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহবায়ক মোঃ জাহাঙ্গীর হেলাল তালুকদার এবং অনুষ্ঠানে সঞ্চালনা করেন, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রিপন। অনুষ্ঠানে
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
এসময়ে অত্র কলেজ ছাত্রদল শাখা কমিটির সভাপতি মোঃ পথিক হোসেন ছাব্বির, সাধারণ সম্পাদক মোঃ শাফিন আহমেদ জিসান সহ অন্যান্য নেতৃবৃন্দ, কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিশেষে কলেজ শিক্ষার্থীদের আবৃত্তি, নৃত্য, নাটক-সামাজিক অবক্ষয় পরিবেশ করা হয়। এবং জাসাস শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয়।