রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় অর্ধশত শিক্ষার্থী ঢামেকে চিকিৎসাধীন। সবমিলিয়ে পরিস্থিতি বেশ ভয়াবহ আকার ধারণ করেছে এ-কথা বলাই যায়। ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত আগত রোগীর সংখ্যা তুলে ধরা হলো।
আহতরা হলেন:
রাজীব (১৯) প্রথম বর্ষ, সোহরাওয়ার্দী কলেজ, অনুপম দাস (২৩) অনার্স প্রথম বর্ষ, কবি নজরুল সরকারী কলেজ, শাহেদুল (২০)১ম বর্ষ, সোহরাওয়ার্দী কলেজ, হুমায়ুন (২০) প্রথম বর্ষ, ইম্পেরিয়াল কলেজ হাতিরঝিল শাখা, রানা (২০)ইন্টার প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, সুমন (২২) অনার্স দ্বিতীয় বর্ষ কবি নজরুল কলেজ, মারুফ (১৯) ইন্টার প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, রুমান (১৯) ইন্টার প্রথম বর্ষ, সলিমুল্লাহ কলেজ।
হাসিনুর (১৯)ইন্টার প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, আরাফাত (১৯)ইন্টার দ্বিতীয় বর্ষ কবি নজরুল কলেজ,সিফাত (১৮)ইন্টার প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ,আশিকুল (২১)ইন্টার প্রথম বর্ষ,সোহরাওয়ার্দী কলেজ, নাফি (১৮) ইন্টার প্রথম বর্ষ,
মাহবুবর রহমান মোল্লা কলেজ (পেটে ডিরেক্ট বুলেট)।
জুয়েল ইসলাম (২২)অনার্স প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, নোমান (২০) ইন্টার প্রথম বর্ষ, সলিমুল্লাহ কলেজ, তাসরিফ (১৮)এসএসসি পরীক্ষার্থী, এ কে স্কুল, দোলাইপাড়, সাইদুল ইসলাম (১৯)ইন্টার দ্বিতীয় বর্ষ, সোহরাওয়ার্দী কলেজ, জাহেদুল (২১)ইন্টার প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, আসিফ মাহমুদ (১৮)ইন্টার প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, অনয় (২১)ইন্টার দ্বিতীয় বর্ষ, সোহরাওয়ার্দী কলেজ, মারুফ (২২) ইন্টার দ্বিতীয় বর্ষ, কবি নজরুল কলেজ, মাহিম হোসেন (১৫) নবম শ্রেনীর ছাত্র, ব্রাইট স্কুল দনিয়া।
রাজীব (২৪) দ্বিতীয় বর্ষ, সোহরাওয়ার্দী কলেজ,আব্দুর রহমান (২০)দ্বিতীয় বর্ষ, সোহরাওয়ার্দী কলেজ, সাকির (১৯) প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, জুবায়ের রহমান সাজ্জাদ(১৯)প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, ইনতিয়াক(২২)প্রথম বর্ষ, মাহবুবুর রহমান মোল্লা কলেজ,রোহান (১৯)প্রথম বর্ষ,শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সৈকত (১৯)প্রথম বর্ষ,কবি নজরুল কলেজ ,সম্রাট (১৮)প্রথম বর্ষ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আরাফাত(১৯)প্রথম বর্ষ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ।
জারিফ (১৮), প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ,নাঈম (২২) কবি নজরুল কলেজ অনার্স প্রথম বর্ষ,জয় (১৮) প্রথম বর্ষ শহীদ সোহরাওয়ার্দী কলেজ, রুবায়েত(১৭) প্রথম বর্ষ, কবি নজরুল,নাদিম (১৮), প্রথম বর্ষ, কবি নজরুল, নাঈম (২০)প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, তাসরিফ(১৭) প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ।
সিফাত(১৮) প্রথম বর্ষ,কবি নজরুল কলেজ, আমির(১৭) প্রথম বর্ষ কবি নজরুল কলেজ,আবির হোসেন (১৮)প্রথম বর্ষ কবি নজরুল কলেজ,ইমতিয়াজ আহমেদ শাহেদ (১৭) প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ,জামাল (১৭) প্রথম বর্ষ,কবি নজরুল কলেজ,রাকিব (১৭), প্রথম বর্ষ,কবি নজরুল কলেজ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন,যাত্রাবাড়ী থেকে আহত অবস্থায় অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী মাথায় এবং নাকে মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া নাকি নামে মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর পেটে গুলি লেগেছে তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।পরে আহত অবস্থায় সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বেশিরভাগই মাথায় আঘাত ও একজন গুলিবিদ্ধ হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে এ পর্যন্ত ৩৫জন ঢাকা মেডিকেলে এসেছে তাদের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।