মাত্র ৪২ রানে অলআউট শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ । ১২:২৮ পূর্বাহ্ণ

ডারবানে ঝড়ই বয়ে গেল শ্রীলঙ্কার ব্যাটারদের ওপর দিয়ে। দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে বৃহস্পতিবার অসহায় আত্মসমর্পণ করলেন তারা।

সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কা অলআউট মাত্র ৪২ রানে। টেস্টে এটাই তাদের সর্বনিম্ন স্কোর।

মার্কো ইয়ানসেন নিয়েছেন ৭ উইকেট। জেরাল্ড কোয়েটজি ২টি আর ১ উইকেট কাগিসো রাবাদার। এর আগে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছিল ১৯১ রানে।

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে প্রোটিয়াদের স্কোর ছিল ৪ উইকেটে ৮০ রান। জবাবে দ্বিতীয় দিন ৪২ রানেই অলআউট লঙ্কানরা।

টেস্টে সর্বনিম্ন রানের স্কোর ২৬। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন