রাজধানীর কদমতলী এলাকার একটি বাসা থেকে মোঃ তানজিল (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে
অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার উপ পরিদর্শক (এসআই) শেখ আকতার ইসলাম জানান, আজ সকাল ৮টার দিকে খবর পেয়ে ১৩৭৩,১/এ দক্ষিণ ধনিয়া শাহী মসজিদ রোডের বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই যুবকে অচেতন অবস্থায় উদ্ধার করি।পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত যুবক হোটেলের মেসিয়ার হিসেবে কাজ করতো। গতরাতে তার স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় পরে স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার
মধ্য হাজীপুর গ্রামের মোঃ নবী হোসেনের সন্তান।বর্তমানে কদমতলীর দক্ষিণ ধনিয়া শাহী মসজিদ রোড এলাকার ১৩৭৩/১/এ ওই এলাকায় ভাড়া থাকতো।