শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে টাঙ্গাইল শহর জামায়াতের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে টাংগাইল-৫ (সদর) আসনের এমপি পদ প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাংগাইল জেলার সংগ্রামী আমীর জননেতা জনাব আহসান হাবিব মাসুদ অসাধারণ বক্তব্য রাখেন।
তিনি বলেন, বিগত অর্ধশতাব্দী ধরে পতিত আওয়ামী-ফ্যাসীবাদীরা শহীদ বুদ্ধিজীবী হত্যা নিয়ে অপরাজনীতি করে জাতিকে বিভ্রান্ত করেছে বুদ্ধিজীবীগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির এসব সাহসী সন্তানদের মেধা, মনন ও মনীষা জাতিকে দিকনির্দেশনা দেয়। কিন্তু মহান বিজয়ের মাত্র দুই দিন আগে বুদ্ধিজীবীদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যার ঘটনা রীতিমত রহস্যজনক।
স্বাধীনতার ৫ দশক পরও তা এখনো রহস্যাবৃতই রয়ে গেছে। স্বাধীনতা পরবর্তী সরকার শহীদ বুদ্ধিজীবীদের হত্যার দায় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর চাপালেও রহস্য উদঘাটনে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি বরং বিষয়টি নিয়ে রীতিমত অপরাজনীতিই করা হয়েছে। তিনি শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি আরো বলেন স্বাধীন দেশে বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংবাদিক ও কথা সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের ভাই জহির রায়হানের হত্যার রহস্যের জট এখনো খোলেনি।
তিনি অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন বলেই রহস্য প্রকাশ হওয়ার আগেই তাকে অপহরণ ও হত্যা করা হয়েছে। তার কাছে মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল-দস্তাবেজ, ডকুমেন্টারি-প্রামাণ্যচিত্র সংরক্ষিত থাকার কারণেই তাকে এই নির্মম পরিণতি বরণ করতে হয়েছিল।
তিনি শহীদ বুদ্ধিজীবী হত্যার ঘটনা তদন্তে একটি বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানান।
তিনি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দল-মত,জাতি,বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান।