ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বহির বিভাগ প্রশাসনিক ব্লকের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৪৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানা উপ-পরিদর্শক(এসআই)মোঃ লাভলু জানান,আমরা খবর পেয়ে দুপুরের দিকে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পাই।পরে দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ও একাই থাকতো অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে আমাদের ধারণা।
তবুও ময়নাতন তোর প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।