সিরাজগঞ্জে জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ সদর কামারখন্দ- আসনের সাবেক জাতীয় সংসদ রুমানা মাহমুদ বলেছেন,আমাদের চারিদিকে অনন্ত আলো খেলা করে। এ অনন্ত আলোর খেলার মাঝে সবচেয়ে সমৃদ্ধ জ্ঞানের আলো। সেই সমৃদ্ধ জ্ঞানের আলো আহরণ ও সংযত আচরণ,ভালো-নম্র ব্যবহার-আচরণ,কঠোর অধ্যবসায়, উত্তম চরিত্র গঠনের মাধ্যমে তারুণের শক্তিতে উদ্দীপ্ত হবে নবীন শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত।রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের ভাসানী ডিগ্রি কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু কলেজের নবাগত ছাত্র-ছাত্রীদের স্বাগত জানিয়ে বলেন,একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ স্তর পার করে শিক্ষা জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ স্তরে উপনীত হয়ে শিক্ষার নতুন আস্বাদনে নবযাত্রা শুরু করলো,তাদের এ নবযাত্রা শুভহোক, সুন্দর হোক।
মওলানা ভাসানি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, কলেজের অধ্যাপক আব্দুল লতিফ,জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও কলেজ পরিচালনা কমিটির সদস্য তানভীর মাহমুদ পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।নবীনবরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেরাজ উদ্দিন। নবীনবরণ অনুষ্ঠানের শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্রগনআন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধ্যা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সকল শহীদদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা। কলেজের নবাগত ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গিত পরিবেশন করেন।