টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে দুই গ্রুপে সংঘর্ষে ছুরিকাঘাতে, মোঃ বেলাল (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
বুধবার(১৮ ডিসেম্বর) সকাল আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতকে নিয়ে আসা মমতাজ উদ্দিন জানান রাত সাড়ে তিনটার দিকে রাত পন্থীরা আমাদের উপর হামলা চালায়।এতে অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হয় পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেলালকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান,নিহতের বাসা ঢাকার দক্ষিণ খানের বেরাইদ এলাকায়। নিহত জুবায়ের পন্থী ছিলেন বলেও জানান তিনি,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান,টঙ্গী বিশেষ তমা মাঠ থেকে এ পর্যন্ত ঢাকা মেডিকেলে আহত হয়ে ৩৫জন এসেছে তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।এই ঘটনায় একজন বেলাল নামের একজন মারা গিয়েছে ঢাকা মেডিকেলে বলেও জানান তিনি।