দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বহুল আলোচিত ঢাকা কলেজ ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের ত্যাগী নেতা, লক্ষ্মীপুরের কৃতি সন্তান এনামুল হক শান্ত। শান্ত ঢাকা কলেজে সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।
শান্ত ঢাকা কলেজ ছাত্রদলে শুরু থেকেই জনপ্রিয় ও পরিচিত মুখ। শিক্ষার্থী বান্ধব কর্মকান্ডের মাধ্যমে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী সহ সকলের মাঝেই তার আলাদা গ্রহনযোগ্যতা রয়েছে। কারণ ঢাকা কলেজে এইচএসসি ভর্তি হবার সুবাদে রয়েছে আলাদা পরিচিতি। পরবর্তীতে সমাজবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেন ঢাকা কলেজ থেকেই।
দীর্ঘ রাজনীতি জীবনের প্রেক্ষাপটে শান্ত পেয়েছেন একাধিক দায়িত্ব। কারণ তার রাজনেতিক জীবনের পুরোটাই তো দিয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলে। এমনকি বিগত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে যখন দলের অনেকেই রাজনৈতিক কর্মসূচিতে আসতো না। ঠিক ওই সময়ে শান্ত’রা কলেজ ফটকে তালা ঝুলানো সহ কঠিন সব কর্মসূচি বাস্তবায়ন করতেন। যার কারণে ত্যাগী ও সাহসীদের মূল্যায়ন হয়তো স্বাভাবিকভাবেই হয়েছে।
২০২৪ এর এই কমিটিতে এনামুল হক শান্ত পেয়েছেন যুগ্ম আহ্বায়কের দায়িত্ব। এর বাইরেও শাখা ছাত্রদলের আখতারুজ্জামান ইলিয়াস হল সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন তিনি। ইতোপূর্বে শাহীন-জুলহাস কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন শান্ত। তারও আগে মাসুদ-সজীব কমিটিতে দায়িত্বে ছিলেন সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজ ছাত্রদলের ৩৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা দেয়া হয়। যেখানে পিয়াল হাসান কে আহ্বায়ক এবং মোঃ মিল্লাত হোসেন কে সদস্য সচিব করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।