শিবপুরে মোছাঃ জেসমিন আক্তার নামে এক ভদ্রবেশী মাদক কারবারীকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। আজ (২৫ ডিসেম্বর) এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন বলেন, একটি গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানার এসআই হাসানের নেতৃত্বে একটি চৌকস দল গতকাল সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে চক্রধা ইউনিয়নের চক্রদা পূর্ব পাড়া অভিযান পরিচালনা করে মোছাঃ জেসমিন আক্তারের নিজ বাড়ি থেকে “১৫০ পিছ” ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে শিবপুর মডেল থানার মামলা নাম্বার ১৬(১৩)২৪ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ১০ক /৪১ রুজু করা হয়।
তিনি আরো জানান, পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর পুর্বপাড়া এলাকার মোঃ কাউসার মিয়ার স্ত্রী মোছাঃ জেসমিন আক্তার।