রাজধানীর কদমতলির জুরাইন মেডিকেল রোড এলাকার একটি বাসায় ও যাত্রাবাড়ীর পশ্চিম ওয়াসা রোড এলাকার একটি বাসায় পৃথক ঘটনা দুইজনের মরদেহ উদ্ধার।নিহত হলেন, মোঃমানিক চাঁন(৫২)ও মোঃপারভেজ (২৪)।
রবিবার(২৯ ডিসেম্বর) সকাল ১১:১৫ দিকে ও শনিবার (২৮ ডিসেম্বর) গতরাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাকফুর রহমান বলেন,
আমরা খবর পেয়ে সকালের দিকে কদমতলীর জুরাইন১৩৫ নং মেডিকেল রোড নিজ বাসায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলে,
নিহতের স্বজনের মুখে জানতে পারি নিয়তের স্ত্রী ১৫ বছর আগে মারা গিয়েছে এই নিয়ে চরম হতাশা গ্রস্থ ছিলেন। এই নিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানতে পারি। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।নিহতের নিজের বাসা জুরানের মেডিকেল রোড ৪৩৫ নম্বর বাসার আলেক চাঁন মিয়ার সন্তান। নিহত পেশায় ব্যবসায়ী ছিলেন।
অপরদিকে,যাত্রাবাড়ীর পশ্চিম ওয়াসা রোড পারভেজ মিয়া নামের অটোচালকের উদ্ধার করেছে থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলাম জানান,আমরা খবর পেয়ে গতরাত বারোটার দিকে যাত্রাবাড়ীর পশ্চিম ওয়াসা রোড ৫০/১ নম্বর বাসার দ্বিতীয় তলায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করি।পরে আইনি পরিখিরা শেষে মোরদহ ময়নাতন জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলে,
আশেপাশের লোকের মুখে জানতে পারি নিহত পেশায় একজন অটোচালক ছিলেন। কি কারনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়টি জানা যায়নি ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের বাসা যাত্রাবাড়ীর পশ্চিম ওয়াসা রোডের ৫০/১নম্বর বাসার মোঃশুকুর মিয়ার সন্তান।