আজ (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় খুলনার পাইকগাছায় মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রদান অনুষ্ঠিত হয়।
উক্ত বার্ষিক ফলাফল প্রদান অনুষ্ঠান অত্র বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন(চেয়ারম্যান, গ্লোরিয়াস বিজনেস গ্রুপ ও প্রচার সম্পাদক, পাইকগাছা সমিতি, ঢাকা) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব প্রফেসর ড. আব্দুল গফুর গাজী (চেয়ারম্যান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ও প্রধান উপদেষ্টা, আদর্শ সংঘ, গোপালপুর)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইমান উদ্দিন (ইন্সট্রাক্টর, পাইকগাছা), ঝংকার ঢালী, (সহকারী, উপজেলা শিক্ষা অফিসার), মেরিন ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ(সভাপতি, আদর্শ সংঘ, গোপালপুর), ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম রিমন (সেক্রেটারি, আদর্শ সংঘ, গোপালপুর), সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।