ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দশতলা থেকে কম্পিউটার এসির তার চোর চক্রের ৩ সদস্যসহ ১দালাল চক্রে সদস্য আটক।
আজ বুধবার(০১জানুয়ারি)দুপুর সাড়ে বারোটার দিকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন কম্পিউটার তার ও এসির তার চোর চক্রের সদস্য মোঃ দেলোয়ার হোসেন (৪২),মোঃকামাল হোসেন(২৭),মোঃআবুল কালাম (২৭)ও দালাল চক্রের সদস্য ওমর ফারুক (৩৮)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব থাকা নিরাপত্তা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি)মোঃ বাবুল বলেন,
ঢাকা মেডিকেলের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন আমাদের খবর দিলে আমরা খবর পেয়ে অপরাধচক্রের চার সদস্যকে আটক করি।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জের হাতে চারজনকে সপদ করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ ফারুক বলেন,
অভিযুক্ত তার চোরক্রের ৩সদস্যসহ একদালাল চক্রেকে পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা চুরির বিষয়টি স্বীকার করে।
পরে নতুন ভবন ওয়ার্ড মাস্টার এই বিষয়ে বাদী হয়ে একটি মামলা দায়েরের করলে।বিষয়টি শাহবাগ থানায় জানালে তাদেরকে শাহবাগ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।