খুলনার পাইকগাছায় সেচ পাম্পের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী সহ ২জন আহত হয়েছে। আহতদের এলাকাবাসী উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১টার দিকে উপজেলার হরিঢালী ইউপির হাবিবনগর গ্রামে।
জানা গেছে, হাবিবনগর গ্রামের মোঃ আমজেত সরদার গংদের সাথে প্রতিপক্ষ একই গ্রামের বিল্লাল গাজীদের সাথে দীর্ঘদিন ধরে সেচ পাম্পের পানি সরবরাহ সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব চলছিল।
ঘটনার দিন (শনিবার ) সকালে আমজেত গংরা তাদের জমিতে পানি দেয়ার উদ্দেশ্যে গেলে, প্রতিপক্ষ বিল্লাল গাজী, আব্বাস গাজী, মতলেব শেখসহ আরও কয়েকজন লাঠি সোটা, লোহার রড ও হাতুড়ি নিয়ে তাদের উপর হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় আমজেদ সরদার (৭২) ও তার বউ মা আসমা খাতুন (৩২) ঘটনা স্থলেই তাদের হামলার স্বীকার হয়ে অজ্ঞান হয়ে পড়ে।
এ সময় এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য: উক্ত ঘটনার আলোকে গত ১৬-০৩-২৪ তারিখে প্রতিপক্ষদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি করেন আহত আসমার স্বামী মঙ্গল সরদার।